কক্সবাজারে জেল থেকে বের হওয়ার ৭ দিন পর যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজারের রামুতে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। গত ২৩ ফেব্রুয়ারি তিনি জেল থেকে জামিনে বের হন।

শুক্রবার সকাল ৭টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের কানা রাজার গুহার সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হাবিব উল্লাহ (২৫) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, নিহত হাবিব উল্লাহর মাথা, পেট, বুকসহ বিভিন্ন স্থানে ৬টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে মনে হচ্ছে। তবে কী কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

নিহত হাবিব উল্লাহর বাবা নুরুল ইসলাম ও বড়ভাই মো. আবদুল্লাহ জানিয়েছেন, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা নেবেন তারা।

জানা গেছে, নিহত হাবিব উল্লাহ ২০১৮ সালে সংগঠিত আবদু শক্কুর হত্যা মামলার আসামি ছিলেন। এ মামলায় ২ মাস কারাভোগ শেষে গত ২৩ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি।

রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এতে কোনো সন্দেহ নেই। নির্মমভাবে কুপিয়ে এ যুবককে হত্যা করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা উদ্ঘটনে পুলিশ কাজ করছে।