ঝূঁকিপূর্ণ সেতু দেখতে গেলেন ইউএনও প্রণয় চাকমা

সোয়েব সাঈদ •


রামু কাউয়ারখোপ যান চলাচল বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়ে আংশিক ধ্বসে পড়া বেইলী সেতু পরিদর্শণ করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে ওই স্থানে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

পরিদর্শন শেষে ইউএনও প্রণয় চাকমা বলেন-রামু-নাইক্ষ্যংছড়ি সড়কটি বান্দরবার সড়ক ও জনপদ বিভাগের আওতাধিন। তাই বিষয়টি তাৎক্ষণিক তাদের জানানো হয়েছে এবং অবগত করার পর শুক্রবার বিকালেই বান্দরবার সড়ক ও জনপদ বিভাগের একটি টিম রামুর কাউয়ারখোপের উদ্দেশ্যে রওনা হয়েছে। সহসা এ সমস্যা নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন এবং এজন্য তিনিও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, রামুর কাউয়ারখোপ ফরেষ্ট অফিস সংলগ্ন বেইলী সেতু ধ্বসে পড়ায় রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে শুক্রবার থেকে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুটি ৫ বছর ধরে চরম ঝুঁকিপূর্ণ হলেও সেটি পুননির্মাণের উদ্যোগ নেয়নি বান্দরবান সড়ক ও জনপদ বিভাগ। সেতুটি অচল হওয়ায় রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসী জনসাধারণকে যোগাযোগে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে।