টেকনাফে ১৫ ঘন্টা পর নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফ মেরিন ড্রাইভ সী-বীচে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে স্রোতের টানে ভেসে যাওয়া মো. আলীর (১৫) মৃত দেহ নিখোঁজের ১৫ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে। মাদ্রাসার ছাত্র মোঃ আলীকে ১৫ আগস্ট সকাল ৭ টায় টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাটে মৃতদেহটি পাওয়া যায়। হতভাগ্য মোঃ আলী টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমিজ আহমদের ছেলে ও গোদারবিল বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার ছাত্র ছিলেন। বুধবার ১৪ আগস্ট বিকেল ৪টার দিকে টেকনাফ জিরো পয়েন্টে সে নিখোঁজ হয়।

এদিকে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী ঢাকা সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন হায়াত ইবনে সিদ্দিক জানান, ১৪ আগস্ট টেকনাফ থানার আওতাধীন টেকনাফ বীচে ফুটবল খেলতে এসে মোহাম্মদ আলী (১৫) নামের একজন কিশোর পানিতে ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং উদ্ধারকার্য শুরু করে। পরবর্তীতে ১৫ আগস্ট আনুমানিক ৭.৩০ ঘটিকায় টেকনাফের লম্বরী ঘাট থেকে ভাসমান অবস্থায় কিশোরের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানার পুলিশের নিকট হস্থান্তর করা হয়েছে’।