দুর্গাপুরে দুই রোহিঙ্গা নারীসহ তিন দালাল আটক

রাজশাহী :

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর নতুনপাড়া গ্রামের হেলাল উদ্দীনের বাড়ি থেকে দুই রোহিঙ্গা নারীসহ তিন দালালকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। 

শনিবার দিনগত রাতে পুলিশ তাদের আটক করে। দালালরা দুই নারী রোহিঙ্গাকে বিদেশে পাচারের চেষ্টা করছিলো বলে পুলিশ জানিয়েছে।

আটকেরা হলেন-কক্সবাজারের উখিয়া থানার বালুখালি এলাকার আরমানের স্ত্রী পারভিন ওরফে ইয়াসমিন (২১) ও ছলিম উদ্দীনের স্ত্রী .ফাতেমা উরফে রুমানা (২১)।

আটকেরা হলেন, দুর্গাপুরের আলীপুরের আলী আহমদের ছেলে হেলাল (৩০), মেহেরপুরের গাংনী থানার বাথানপাড়ার সাগর আহমেদ (২৫) ও ঝিনাইদহের রঘুনন্দপুর থানার আজিম উদ্দীনের ছেলে আল মামুন (২৬)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, দুই রোহিঙ্গা নারীকে প্রায় এক মাস ধরে দুর্গাপুরের হেলালের বাড়িতে আটক করে রাখে বলে গোপন সংবাদে পুলিশ জানতে পারে। আটক তিন দালাল তাদের বাংলাদেশি পাসপোর্ট করে রাজশাহী সীমান্ত দিয়ে বিদেশে পাচারের চেষ্টা করছিলো।

ওসি আরো জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য রোববার সকালে গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে। তাদের বিষয়ে আরো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।