ফেইসবুকে ধর্ম অবমাননার পোস্ট: চবির সেই কর্মচারী সাময়িক বরখাস্ত

চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্তৃপক্ষ নিবারণ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করেছে ।

বুধবার ফেইসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগে আটক কর্মচারী নিবারণ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত কর হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, কেউ গ্রেপ্তার হলে কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করতে হয়। সে নিয়মে নিবারণ বড়ুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১০ জুন) দুপুরে  তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে নিবারণ বড়ুয়া নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তৃতীয় শ্রেণীর এই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। চবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী রেজিস্ট্রার মশিউর রহমানের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ মে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।হাটহাজারী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত ২২ মে নিবারণ বড়ুয়া তার ফেসবুক আইডিতে ‘জায়নামাজ উল্টে গেছে’ লিখে পোস্ট দেন বলে অভিযোগ করেন বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক মশিউর রহমান।

আটক নিবারণ বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত। বান্দরবানের লামা উপজেলার রাজবাড়ি গ্রামের মৃত সত্যবোধি বড়ুয়ার ছেলে তিনি।