কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে মা নিহত, দুই সন্তান আহত

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে তসলিমা আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার দুই শিশুসন্তান।

বুধবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তসলিমা আক্তার ঈদগাঁও ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার নুরুল আজিম ওরফে কালা পুতুর স্ত্রী।

আহত দুই শিশু হলো, চার বছর বয়সি সুজন মনি ও আড়াই বছরের লাবিবা মনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি গোলাম কবির জানান, বুধবার বিকালে ঈদগড়মুখী বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক নারী মারা যান। আহত দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁও স্টেশন এলাকার একটি ক্লিনিকে ভর্তি করেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

গোলাম কবির বলেন, ’মরদেহ থানায় রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’