বিজিবির চ্যালেঞ্জে বস্তা ফেলে দৌড়, মিলল ৪০ হাজার পিস ইয়াবা

ডেস্ক রিপোর্ট – চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত এলাকায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সীমান্তের বিশরশিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিজিবি এসব ইয়াবা উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বিকাল সাড়ে ৪টার দিকে গণমাধ্যমের সামনে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সকাল ১০টার দিকে ভারত থেকে অজ্ঞাত এক ব্যক্তি মাথায় করে একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় অজ্ঞাত ওই ব্যক্তি বস্তাটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ওই বস্তা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।