বেচারা আহম্মদ গিয়াস…

২০১৭ সালে সাংবাদিক রাসেল চৌধুরী তার ফেসবুক টাইমলাইনে সাংবাদিক আহমদ গিয়াস নিয়ে কিছু কথা তুলে ধরেছিলেন, তা কক্সবাজার জার্নাল ডটকম’র পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে …     

রাসেল চৌধুরী ◑
সাংবাদিক আহম্মদ গিয়াস। কক্সবাজারে হাতেগোনা কয়েকজন সৎ, প্রতিবাদি ও নির্ভীক সাংবাদিকদের মধ্যে একজন। অথচ তার দিন কাটছে অত্যন্ত হ্নতদরিদ্র অবস্থায়, চরম গরিবিহালে।

নীতিনৈতিকতার প্রশ্নে আপোষহীন এ সাংবাদিক জাতীয় দৈনিক ইত্তেফাক, যায়যায়দিন সহ অনেক পত্রিকার চাকরি ছেড়ে দিয়েছেন মাস শেষে বেতন পেতে দেরী হওয়ায়। এখন কর্মরত আছেন চট্টগ্রামের সর্বাধিক প্রচারিত, প্রাচীন দৈনিক আজাদীতে। সাংবাদিকতায় দু’যুগ পার করেছেন এ সাংবাদিক। ক্ষুরধার লেখনি শক্তি দিয়ে বার বার বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

তার অনুসন্ধানী হাজারো রিপোর্টে অনেকের অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেক মানুষের ভাগ্যের চাকা খুলে গেছে। তার হাতধরে সাংবাদিকতায় এসেছেন এরকম অনেকেই এখন গাড়ি বাড়ীর মালিক।

অথচ বেচারা আহম্মদ গিয়াসের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে শহরে ৪ হাজার টাকা দামের বাসায় থাকতে না পেরে আশ্রয় নিয়েছেন শহরতলীর দরিয়ানগরের ছরার পাড়ে। সেখানে ডাল ভাত নুন পান্তা খেয়ে সেলাই করা ছেঁড়া লুঙ্গি আর সস্তা বসনে দিন কাটছে তার ।

তারপরও তার প্রাণোচ্ছল হাসি বলে দিচ্ছে, তিনি সুখী মানুষ, তার পেছনের দুচালা বাসাটিই তার সুখের নীড়….