মহেশখালীতে পাহাড় কাটার দায়ে একলক্ষ টাকা জরিমানা

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়ায় অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২৩ মার্চ (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান অভিযানে গেলে সরওয়ার ও আজিমসহ তাদের দলে সিন্ডিকেটের সদস্য সকলে পালিয়ে গেলেও অভিযানে বাইতুল্লাহ নামের একজন ব্যক্তিকে আটক করা হয়।

পরে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুর রহমানে আটককৃত বাইতুল্লাহ নামের ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে তিনি জানান,মহেশখালী দ্বীপের পাহাড়, প্যারাবন ও পরিবেশ ধ্বংসকারীদের কঠোরভাবে দমন করা হবে।

এদিকে,  এলাকার সুশীল সমাজ ও সচেতন মহলের দাবী, পাহাড় খেকো সিন্ডিকেটে আপন দুই ভাই সরওয়ার ও নুরুল আজিমকে সংশ্লিষ্ট আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান।