মরিচ্যা যৌথ চেকপোস্টে স্বর্ণের পাচারকারী আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পাশ্ববর্তী মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৪ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটক পাচারকারী উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৯ এলাকার মো: ছলিমের পুত্র মোহাম্মদ রফিক (৩৬)।

সোমবার (২৭ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে যাত্রীবাহী একটি সিএনজি থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। ধৃত রফিকের পুরো শরীর তল্লাশী কালে তার স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকায়িত ২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ২৪ লাখ ৫১ হাজার টাকা। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ কক্সবাজার জার্নালকে অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়োজিত বিজিবি’র হাবিলদার শাহ মোঃ ইকবালের নেতৃত্বে পাচারকারী চক্রের এক সদস্য ২টি স্বর্ণের বার সহ আটক হয়েছে।

জিজ্ঞাসাবাদে আটক পাচারকারী স্বীকার করেছে স্বর্ণ গুলো সীমান্ত থেকে অর্থের বিনিময়ে কিনেছে।

কর-ভ্যাট ফাঁকিতে অবৈধভাবে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারীকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়েছে। তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণগুলো কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানান বিজিবি’র এ কর্মকর্তা।