রামুর দুই ইয়াবা কারবারি র‍্যাবের হাতে আটক

জাহেদ হাসান •

কক্সবাজার রামু খুনিয়াপালং এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৮শত ২০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব -১৫ কক্সবাজার।

সোমবার (২ অক্টোবর) রাতে র্যাব -১৫ কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু মাদক ব্যবসায়ী রাম থানাধীন বাইপাস সড়কের মাথা সংলগ্ন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় – বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব -১৫ কক্সবাজারের একটি চৌকশ আভিযানিক উল্লেখিত স্থানে পৌছালে মাদক ব্যবসায়ীরা আভিযানিক টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক ও তাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১৫ হাজার ৮শত ২০ পিস ইয়াবা উদ্ধার করে।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৭৯ লক্ষ ১০ হাজার টাকা।

আটক আসামীরা হলেন, মােঃ শাহ আলম ( ৩০ ) পিতা- মৃত এজাহার মিয়া ,সাং- কেচুয়া বুনিয়া , দাড়িয়ার দিঘী , ২ নং ওয়ার্ড, খুনিয়াপালং,রামু ও জিয়াবুল হাকিম (২৯) পিতা- মৃত কবির আহমদ ,সাং কালারপাড়া , ২ নং ওয়ার্ড, উভয়জন খুনিয়াপালং, রামু – কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রামু হানায় হস্তান্তর করা হয়েছে ।