র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের পর দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুজন মহাসড়কে ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‍্যাব) । তবে এখনও পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (০৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ছোট কুমিরা ব্রিজের উপর এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও বেশ কিছু ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, ঈদে ঘরমুখো যাত্রী বহনকারী গাড়ি আটকে ডাকাতির জন্য একদল ডাকাত মহাসড়কে জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালাতে গেলে উভয়পক্ষে বন্দুকযুদ্ধ হয়।

পরে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।