সন্দেহে ভেস্তে গেলো দুই রোহিঙ্গা তরুণীর অসৎ উদ্দেশ্য!

ডেস্ক রিপোর্ট ◑ অসৎ উদ্দেশ্য নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদার ডুগডুগির বাজারে এসেছিলেন দুই রোহিঙ্গা তরুণী। তাদের উদ্দেশ্য সফলের আগেই স্থানীয়দের সন্দেহের কবলে পড়েন তারা। এতে তাদের ধরার পাশাপাশি দুই পুরুষকেও আটক করা হয়।

শনিবার ওই বাজারে এমন ঘটনা ঘটেছে। আটকরা হলেন- কুতুপালং ৬ নং ক্যাম্পের মাঝি আমির হোসেনের মেয়ে জুবাইরা খাতুন, বালুখালি ২৬ নং ক্যাম্পের ইসমাইল হোসেনের মেয়ে আনোয়ারা খাতুন, বরিশালের বাগদা গ্রামের ফজর আলীর ছেলে জাকির হোসেন ও নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের ফজলুল হকের ছেলে নাফিজ সাদিক।

পুলিশ জানায়, ডুগডুগি বাজারে অপরিচিত দুই তরুণীকে দেখে স্থানীয়রা। তাদের কথা পরিষ্কার না হওয়ায় সন্দেহের বশে থানায় খবর দেয় তারা। তাৎক্ষণিক পুলিশ দুই তরুণীসহ চারজনকে আটক করে। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তরুণীরা নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দেয়। এছাড়া আটক দুই যুবক তরুণীদের ভারতে পাচারের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আটক দুই যুবকের দাবি, তারা ভারতে চিকিৎসার জন্য যাচ্ছিল। আটক তরুণীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর কবির জানান, আটক জাকির ও নাফিজের পাসপোর্টে ভারতীয় ভিসা রয়েছে। তবে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।