১০ দিনে করোনায় আক্রান্ত ৬১৩ পুলিশ

অনলাইন ডেস্ক •

দেশে করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এর মধ্যে গত ১০ দিনে সম্মুখযোদ্ধা হিসেবে পরিচিত ৬১৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সদর দফতরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ১০ দিনে ৬১৩ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিন গড়ে ৬১.৩ জন করে পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদর দফতর জানায়, গত বছর থেকে শুরু হওয়ায় করোনায় এখন পর্যন্ত ২২ হাজার ৩০৮ জন পুলিশ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯০ জন। এছাড়া বর্তমানে এক হাজার ২০ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে ২০২০ সালের মার্চ থেকে শুরু হওয়ায় করোনা মহামারিতে এখন পর্যন্ত ৯৮ জন পুলিশ মারা গেছেন।