২,২২০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে ‘কাজ নাই মজুরী নাই’ শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ‘লাইন শ্রমিক’ পদে নিয়োগ দেওয়া হবে। ‘লাইন শ্রমিক’ পদে মোট দুই হাজার দুইশত ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

লাইন শ্রমিক।

পদসংখ্যা

মোট ২২২০ জন।

যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিদ্যুৎ বিভাগের আ্ওতাধীন বিভিন্ন সংস্থা/ কোম্পানি কর্তৃক আয়োজিত ‘রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স’ সম্পন্ন ও বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে। ২০ থেকে অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

দৈনিক ৮০০ টাকা হারে মজুরী দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সংগৃহীত আবেদন ফরম পূরন করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) ।

আবেদনের শেষ তারিখ

১৫ মার্চ, ২০২১।

সূত্র : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট।