কোটবাজারের ব্যবসায়ীদের উৎকণ্ঠা দূর করুন

কোন কথা নেই। বার্তা নেই। হঠাৎ মাইকিং। দোকান উচ্ছেদ হবে। জায়গা ছাড়তে হবে। যেন নানার বাড়ীর আবদার! এর পর থেকে চরম আতংকিত আমার প্রিয় ষ্টেশন কোটবাজারের জমির মালিক ও ব্যবসায়ীরা।

হঠাৎ দোকান উচ্ছেদের এমন সিদ্ধান্ত শুধু হটকারীই নয়, চরম বালখিল্যও। জমির মালিক ও ব্যবসায়ীদের স্বত্ব ও স্বার্থের কথা বিবেচনায় না এনে, তাদের ক্ষতিপূরণ নিশ্চিত না করে, যারা এসি রুমে বসে এমন সিদ্ধান্ত জারী করেছেন, তাদের ধিক্কার জানাই।

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সরকারি যেকোন সিদ্ধান্ত মানতে বাধ্য। সরকার বাহাদুরের প্রয়োজনে আমরা আমাদের বসতঘর ছাড়তেও প্রস্তুত। কিন্তু তা হতে হবে ফলপ্রসূ আলাপ আলোচনার মাধ্যমে, ক্ষতিপূরণ নিশ্চিত করে। এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।

খোঁজখবর নিয়ে জেনেছি, রাস্তার দুইপাশে সব জমি সড়ক বিভাগের নয়। ব্যক্তিমালিকানাধীন জমিও রয়েছে। এসব জমির মালিকদের সাথে বসে একটি সুন্দর সমাধান বের করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

রাসেল চৌধুরী
উপদেষ্টা সম্পাদক : কক্সবাজার জার্নাল