চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি উধাও

চট্টগ্রাম •

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ হোসেন রুবেল (২৮) নামের এক হাজতির হদিস মিলছে না। শনিবার (৬ মার্চ) ভোর ৬টা থেকে তাকে খোঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। রুবেলের হাজতি নম্বর ২৫৪৭/২১।

নিখোঁজ রুবেল নরসিংদি জেলার রায়পুরা থানার মীরের কান্দি গ্রামের শুক্কুর আলীর ভাণ্ডারীর ছেলে।

জানা গেছে, সদরঘাট থানার একটি হত্যা মামলায় গত ৯ ফেব্রুয়ারি তিনি কারাগারে যান। বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।