মহেশখালীতে বনকর্মীদের ওপর হামলা-ফাঁকা গুলি, আহত ৬

মহেশখালী প্রতিনিধি •


কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ি এলাকায় বনায়নের জন্য বাগান সৃজনের কাজ করার সময় বনকর্মীদের ওপর হামলা করেছে ভূমি দস্যুরা। এ সময় মহেশখালী রেঞ্জ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী (৩৯), মুদির ছড়াবিট কর্মকর্তা মোহাম্মদ ছানাউল্লাহ মিয়া (৪২), শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া (৩৬), নৌকা চালক নুরুল আলম (৪২), শ্রমিকের মাঝি শামসু আলম (৫০) ও তার ছেলে গুরা মিয়া (৩০)।

রবিবার (২১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার ছোট মহেশখালীর নাককাটা এলাকার পাহাড়ে এ ঘটনা ঘটে।

বনবিভাগ জানায়, সকালে বাগান সৃজন করতে গেলে এক পর্যায়ে স্থানীয় জবরদখলকারীরা জয়নালের নেতৃত্বে বনকর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বনকর্মীদের ওপর ধারালো দা দিয়ে জবরদখলকারীরা একত্রিত হয়ে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে বনকর্মীরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। হামলায় ৪ জন বনকর্মীসহ ৬ জন আহত হয়েছেন। পরে হামলায় নেতৃত্ব দেওয়ায় ভূমিদস্যু জয়নালকে আটক করে নিয়ে আসার সময় বনকর্মীদের ওপর দ্বিতীয় দফা হামলা করে তার লোকজন তাকে ছিনিয়ে নেয়।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী বলেন, সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলায় জড়িত জয়নালসহ তার সাঙ্গপাঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।