রোহিঙ্গাদের ওপর পুলিশের গুলি, চারজন গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর পুলিশের গুলিতে চার রোহিঙ্গা আহত হয়েছে। রোববার মিয়ানমারের রাজধানী সিতে’র কাছে একটি রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। রাখাইন থেকে বাস্তুচ্যূত রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে ক্যাম্পটিতে আটকে রাখা হয়েছিলো। রয়টার্স।

রয়টার্স জানায়, রোববার সিতে থেকে ১৫ কিলোমিটার দূরের আহ নাউক ইয়ে ক্যাম্পে ২০ জন পুলিশ প্রবেশ করে। ১০৬ রোহিঙ্গাকে দেশের বাইরে পাঠানোর চেষ্টার ঘটনায় দুই নৌকা মালিককে গ্রেপ্তার করে তারা।

ক্যাম্পে থাকা মাউঙ রয়টার্সকে বলেন, রোহিঙ্গারা গ্রেপ্তারের ঘটনা দেখতে ক্যাম্পের বাইরে এসেছিলো। এরপরই বিনা উস্কানিতে তাদের ওপর গুলি ছোড়ে পুলিশ। আহত চার জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে পুলিশ বলছে, রোহিঙ্গারা তরবারি নিয়ে তাদের ঘিরে ধরে। কেউ কেউ পাথরও ছুড়ে মারে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা থান তায় বলেন, ‘আমরা কেবল আকাশে ফাঁকা গুলি ছুড়েছি। শুনেছি, কিছু বাঙালি(রোহিঙ্গা) আহত হয়েছে। তবে বিস্তারিত জানিনা।’

পুলিশের এসব দাবি মিথ্যা বলে জানিয়েছেন ঘ্টনার সময় উপস্থিত থাকা মাউঙ। তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলার কোন ঘটনাই ঘটেনি। পুলিশ সরাসরি জনতা ওপর গুলি চালায়। ফাঁকা গুলি নয়।’