শরীয়তপুরে ”পালং উপজেলা”

আলমগীর মাহমুদ

বিকল্প বিরোধ নিষ্পত্তি “বিষয়ে মাদারীপুর লিগেল এইড এসোসিয়েশন রিসোর্স সেন্টারে ৫দিনের শিক্ষার্থী। আজ ৬/১২/১৮ ফিল্ড জরীপ।স্থানঃ পাশাপাশি শরীয়তপুর জেলার রুদ্রকর ইউনিয়ন।

শরীয়তপুর মাদারীপুর জেলার ংশ ছিল।পরবর্তীতে শরীয়তপুর মাদারীপুর থেকে আলাদা হয়ে জেলার মর্যাদা পায়।ফরায়েজী আন্দোলনের হাজী শরীয়ত উল্লাহর নামেই নামকরণ হয় শরীয়তপুর।শরীয়তপুর জেলা ৬টি উপজেলা ক/জজিরা খ/নুরিয়া গ/ভেদরগঞ্জ ঘ/সখীপুর ঙ/পালং চ/গোসাইল ঘাট।এর আগেও বান্দরবান জেলায় থাঞ্চহিতে সন্দান মিলেছিল লেমু পালং মৌজার।

শরীয়তপুর সদর উপজেলায় দোকান বিলবোর্ডে লেখা পালং থানা” কলিজা চিকুর মেরে। আরে আমার হৃদয়ে লেগে থাকা, জন্ম পরিচয়ে জড়িয়ে যাওয়া কক্সবাজারের সেই পালং কেন এখানে!
লোকজন থেকে জেনে অবাক বিশ্বাসে। তথ্য জানলাম এলাকাটি শরীয়তপুর সদর উপজেলা।থানার নাম পালং থানা।খানিক বিষ্ময়ভাবে আমার জীবনবোধের চিন্তার অহংকার ভাঙ্গে।

আমি আগে ভাবতাম,আমার জন্ম পরিচয়ের পালং পৃথিবীর কোথাও নেই।কারন একটি, “পালং” মগ সম্প্রদায় এই এলাকায় বসতিকালে তাদেরই রাখা।

মুসলমানদের আগমনে মগেরা দেশছাড়া হয়।তাঁদের রেখে যাওয়া স্মৃতিচিহ্নের পালং ই জড়িয়ে রয়ে আমাদের রক্তে, মাংসে পরিচয়ে চেতনায়।

এখানে পালং থানার পালং দেখে জন্মপালং রত্নাপালংকে ডাক দিয়ে জানাতে ইচ্ছে হয় “অ..রত্নাপালং তুই নয় আরো পালং আছে।