সৈকতে অপরাধ দমনে বীচ কর্মীদের নিরলস প্রচেষ্টা

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার সৈকতে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ হকার পতিতা কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসনের বিচ কর্মীরা।

তারই ধারাবাহিকতায় সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও হকার, পতিতা ও কিশোরগ্যাং মুক্ত করতে বিচ কর্মীদের অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান ও বীচ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদের নির্দেশে কঠোরভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বীচ কর্মী বেলাল উদ্দিন।

তিনি জানান, পর্যটন নগরী কক্সবাজার সমুদ্রসৈকতে দেশ-বিদেশ থেকে লাখো পর্যটকের সমাগম ঘটে। যান্ত্রিক জীবনের একটু ক্লান্তি দূর করতে বিনোদনের খোঁজে সবাই ভিড় জমায় এ সৈকতে। পর্যটকদেরও পদচারণায় মুখরিত বালিয়াড়ি। পর্যটকদের নিরাপত্তাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করার জন্য বীচ পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।

তবে কিছু অপরাধীরা তাদের সুন্দর মুহুর্ত বিনষ্ট করতে বিভিন্নভানে উৎপেতে থাকে, সুযোগ পেলে তারা অঘটন ঘটিয়ে পালিয়ে যায়।

তাই তাদের রুখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে, এবং বীচকে অপরাধ মুক্ত রাখতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ভিক্ষুক ও দেশিয় লোকজনের উৎপাত থেকে রক্ষা করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।