উখিয়ায় হত্যা মামলার প্রধান আসামি ও ইয়াবা ডন মনির আটক

নিজস্ব প্রতিবেদক :

উখিয়ার থাইংখালীর শাহাজাহান (৪৫) হত্যা মামলার প্রধান আসামি কুখ্যাত ইয়াবা কারবারি একাধিক মামলার আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪) বিজিবির সদস্যরা।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বালুখালীর ধামনখালী বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম (৩৮) ওই এলাকার জবর মুল্লুকের ছেলে ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ ইয়াবা কারবারি মোস্তাক ও মোক্তারের আপন ছোট ভাই । বর্তমানে সে “একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠকর্মী হিসেবে দায়িত্বরত আছেন। সে ওই চাকরির আড়ালে মায়ানমারের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি রোহিঙ্গা নবী হোসেনের আঁতাত করে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার করে আসছিলো। বিভিন্ন সময় তার মাদকের চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ায় বিভিন্ন মামলার আসামি হলেও পার পেয়ে যায় সে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আটক মনিরের ছোট ভাই শেফু গত এক বছর ধরে বার্মাইয়া নবী হোসেনের সাথে আঁতাত করে বিভিন্ন অপকর্ম ও মাদক এবং স্বর্ণ ভালান নির্বিঘ্নে করতে নবী হোসেনের ডেরায় থাকে এবং সে মিয়ানমার থেকে বিভিন্ন মাদক ও স্বর্ণ তার ভাইয়ের কাছে পাচার করার অভিযোগ রয়েছে।