কবিতা: মিছেই ভীরু- ইউনুস খান

কিসের তরে মিছেই ডরে কাঁপছে রে সই
তনুর বলে, আঁখির জলে প্রলয় সে কই?
নিছক ডরে হাসছে দেবী,সূর্য হাসে,
ভয় কেন তোর চন্দ্রগ্রাসে!

বজ্রপাতের বহ্নিজ্বালায় চাবুক ছোটায়
ছোটায় ছোটাক ভয় কেন তোর?
কপাট খুলে চক্ষু মেলে দেখ চেয়ে দেখ
ঐ হল ভোর।
নিশির শেষে বীরের বেশে,
ছুটবি তুইও ভয় কেন তোর?

রাবন আসে সীতার খোঁজে তুমুল রোষে
রোষের অনল জ্বলছে জ্বলুক ভয় কেন তোর?
রাম লক্ষণ তারাও তো নর বিজয় বাহক
সীতার দেহে লাগলো না আর কালির আচঁড়।
মরল রাবন, মুক্ত পবন
মারবি তুইও, ভয় কেন তোর?

ঐ চেয়ে দেখো মধ্য রাতের চন্দ্র তারা
তুই কেন রে মিছেই ডরে ধৈর্যহারা?
ভূমির ক্রোধে নড়ছে ভূধর দারুনভাবে
নড়ছে নড়ুক ভয় কেন তোর?
ধসলে ভূধর মিথ্যারা সব ধসবে তবে
কাটবেরে ঘোর।
ধসের তলে আগুন জ্বলে
জ্বলবি তুইও, ভয় কেন তোর?

সাত সাগরের ঢেউয়ের তালে ডঙ্কা বাজে,
ঝড় উঠেছে কবলে তার ভয় কিসে তোর?
দৃষ্টিতে তোর স্তব্ধ সমীর, শান্ত সাগর
সাগরজুড়ে পাতালপুরে উঠলো রে শোর,
ইশারাতে সূর্য হাসে
আনবি তুইও, ভয় কেন তোর?

সুখ যদি তুই চাস জীবনের পূর্ণক্ষণে
সকল বাঁধা পায়ের কাছে পড়বে লুটায়
দেখবি চেয়ে সাহস যে যায়, আত্ম গুটায়।
ধর টেনে ধর, খোল তব ঘর।
লড়বি তুইও, ভয় কেন তোর?

টিকতে হলে লড়াই করে জীবন ভরে
দুঃখ সুখে গাঁথবি মালা বাহুডোরে।
দেখবি তখন অন্তরীপের মেঘের ফাঁকে
রংধনুটা সাতটি রঙের স্বপ্ন আঁকে।