কষ্ট ছাড়া কেষ্ট মেলে না


মোঃ মাসুম হোসেন:
প্রবাদ আছে- কষ্ট না করলে কেষ্ট মেলে না। অর্থাৎ পরিশ্রম না করলে ভালো ফল পাওয়া যায় না। এই ভালো ফলের জন্যে শর্টকাটের পেছনে ঘুরেও কিন্তু খুব একটা লাভ হয় না।
লাভ হয় কেবল পরিশ্রমে।
পৃথিবীতে কোন কাজই আসলে একদম সহজ না! সহজে পৃথিবীতে কোন কাজই হয় না! অথচ বেশির ভাগ মানুষ ভাবে সে বাদে বাকি সবার কাজ খুব সহজ! নিজের কাজকে বেশির ভাগ মানুষই সহজ তো ভাবেই না! বরং ভাবে ভীষণ কঠিন! তার মতন কঠিন কাজ আর আছে বলে সে মানতে চায় না আসলে মানুষের খুব সহজাত প্রবণতা হলো নিজের কাজ বাদে পৃথিবীর অন্যের বাকি সকল কাজকে একদম সহজ ভাবা! আর এটা নিয়ে সুযোগ পেলে হা হুতাশ করতেও ছাড়ে না! নিজের ভিতর এই বিষয় নিয়ে তাদের দুঃখবোধও নেহায়েত কম না! অন্যরা সহজে সব কাজ করে কত ভাল আছে! সে কঠিন কাজ সমাধা করতে গিয়ে হিমশিম খাচ্ছে, এটা ভেবে বেশির ভাগ মানুষই বিষাদে ভারাক্রান্ত থাকে।
প্রায়ই মন খারাপ করে এমন ভাবনার কারণে। কখনো বা সেই সাথে হিংসাও করে অন্যদের।
কিন্তু অন্যের কাজ যদি কখনো তার করার সুযোগ ঘটে, কিংবা তাকে করতে হয়, তখন সে উপলব্ধি করে তার ভাবনা কতটা ভুল ছিল! অন্যের কাজ দূর থেকে তার কাজের চাইতে সহজ মনে হলেও সেটা যে কতটা কঠিন সে তখন সেটা বুঝতে পারে। তখন সে অনুভব করে যে পৃথিবীতে কোন কাজই একদম পরিশ্রমবিহীণ ও সহজ না!
সব কাজেই কম-বেশি কষ্ট আছে।
কষ্ট আর পরিশ্রম ছাড়া কোন কাজই সম্ভব না!
এই আত্মোপলব্ধিটাই যে মানুষ যত তাড়াতাড়ি নিজের ভিতর ধারণ করে,
সে ততই নিজের কাজে সন্তুষ্ট হয়ে সামনে এগিয়ে গিয়ে ভাল থাকতে পারে।
লেখক: মোঃ মাসুম হোসেন