চকরিয়ায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি কালাম ধরা!

চকরিয়া প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম (৩৮) কে গ্রেপ্তার করেছে চকরিয়ার হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস আভিযানিক দল।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আজিজনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত কালাম উত্তর হারবাং এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার কালামের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান থানায় ২০১৮ সালে একটি চুরি মামলা দায়ের করা হয়। যার মামলা নং জিআর-১৩৭/১৮। ওই মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে দেড় বছরের সাজার রায় দেন।

রায়ের পর থেকে কালাম বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. মহসীন চৌধুরী সঙ্গীয় এএসআই রাজীব ধর, এএসআই সোলাইমান খাঁন ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতার কালামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।