চকরিয়ায় সিএনজি টেক্সি উল্টে নিহত ১

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কের কোরালখালী এলাকায় সিএনজি টেক্সি উল্টে কাজি তৌফিক হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি টেক্সি চালকসহ দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তৌফিক কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা গ্রামের কাজী বাড়ির কাজী জাহিদ হোসেনের ছেলে। তিনি পেশায় চিকিৎসা যন্ত্রাংশ মেরাতের টেকনিশিয়ান ছিলেন। তৌফিক বদরখালী হাসপাতালের যন্ত্রাংশ মেরামতের জন্য ঢাকা থেকে চকরিয়ায় নেমে সিএনজি টেক্সি করে বদরখালী যাচ্ছিলেন।

নিহত তৌফিকের চাচা জাকির হোসেন কান্নায় ভেঙে পড়ে বলেন, তৌফিক পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তানের জনক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সিএনজি উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নামে এক যুবক মারা যান। আহত সিএনজি চালক ও অপর এক যাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।