চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা

রাজু দাশ, চকরিয়া ◑

কক্সবাজার চকরিয়া করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে উপজেলা বিভিন্ন স্থানে অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত

মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।

লকডাউনের আড়ালে দোকান খোলা রাখায়
১৮টি মামলার ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে চকরিয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যতীত অন্যান্য দোকান খোলা রাখায় পৌরসভার হালকাকারা, বরইতলী ইউনিয়নের কুতুববাজার, একতাবাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৮ টি মামলায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় ছিলেন, চকরিয়া থানার পুলিশ ফোর্স ও উপজেলা টেকনিশিয়ান এরশাদুল হক।