টেকনাফে র‍্যাব দেখে পালিয়ে যাওয়া সৈয়দের ব্যাগে পাওয়া গেলো সাড়ে ৩৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারের টেকনাফে নগদ সাড়ে ৩৭ লাখ টাকা জব্দ করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় টেকনাফ সদর ইউপির মৌলভীপাড়া থেকে এসব টাকা জব্দ করা হয়। এ সময় ৫ হাজার ইয়াবাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীপাড়ায় অভিযানে যায় র‌্যাব। এ সময় সৈয়দ হোসেন নামের একব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শপিং ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া ব্যাগ থেকে নগদ সাড়ে ৩৭ লাখ টাকা, ৫ হাজার ইয়াবা, দুটি চেক বই ও দুটি ব্যাংক চেক জব্দ করে র‌্যাব।’

তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়া সৈয়দ হোসেন (৪৭) টেকনাফের উপজেলার মৃত হাসান শরীফের ছেলে। সৈয়দকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।’