দায়িত্ব নিয়েই দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন তাপস

অনলাইন ডেস্ক ◑ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার তাদের চাকরিচ্যুত করেন তিনি।

চাকরিচ্যুত হওয়া ওই দুই কর্মকর্তা হলেন- ডিএসসিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার।

রোববার জারি করা চাকরিচ্যুতির পৃথক দু’টি আদেশে স্বাক্ষর করেছেন শনিবার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া তাপস। তবে চাকরিচ্যুত কারণ বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।

এর আগে সকালে দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তাপস।

এ সময় কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা এবং সততার সঙ্গে সেবার ব্রত নিয়ে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে তাপস বলেন, ‘সিটি করপোরেশকে একটি দুর্নীতিমুক্ত, গর্বের, আস্থার এবং মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাস্ত করা হবে না।’

কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এ ধরনের কোনো কিছু নজরে আসার সাথে সাথেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এ জন্য কাউকে বিদায় (চাকরিচ্যুত/অপসারণ) দিতে হলেও তাতে পিছপা হবেন না বলে জানান মেয়র তাপস।