বাঁচতে চায় নাজমুন নাহার,চিকিৎসায় প্রয়োজন ৬লাখ!

ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জাফর পল্লান পাড়া এলাকার রাসেল উদ্দীনের স্ত্রী নাজমুন নাহার মরণব্যাধি ক্যান্সার নিয়ে প্রতিনিয়ত মৃত্যুর দিনক্ষণ গুনছেন। সব সহায় সম্বল দিয়ে চট্টগ্রামে চিকিৎসা করিয়ে নি:স্ব হয়ে পড়েছে রাসেল। কিন্তু, ডাক্তারের পরামর্শ, ভালো চিকিৎসা পেলে সৃষ্টিকর্তার হুকুমে বেঁচে ফিরবে রোগী নাজমুন নাহার।

তাই, দেড় বছর চিকিৎসার পর বর্তমানে সবকিছু হারিয়ে আর্থিক সমস্যায় পড়ে নি:স্ব অবস্থায় দিনাতিপাত করছে রাসেলের পরিবার। তাদের সংসারে আছে দুইবছরের ফুটফুটে এক কন্যা শিশু। সেও বাঁচতে চায়। তাকে বাঁচাতে হলে ক্যান্সার আক্রান্ত মা কে বাঁচানো জরুরী।

শুক্রবার(২৮ জুলাই) রাসেলের সাথে সাক্ষাৎ হয় প্রতিবেদকের সাথে। সেসময় স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন কার্যালয়ে সংগঠনের দুজন পদধারী নেতা উপস্থিত ছিলেন। তাদেরও একটাই চাওয়া, রোগী টা বেঁচে ফিরুক। সেজন্য, মাঠ পর্যায়ে অর্থ সংগ্রহে হাসি মুখ ফাউন্ডেশন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানায় সংগঠনের সভাপতি জাহেদুল আলম ও সহ সভাপতি ইমরুল কায়েস অভি।

সকলের একটাই চাওয়া, ক্যান্সার আক্রান্ত নাজমুন নাহার কে বাঁচাতে এগিয়ে আসুন সবাই। তার চিকিৎসা বাবদ ও অপারেশনে খরচ আরও ৬ লক্ষ টাকা প্রয়োজন বলে জানা যায়।