মসজিদের কাছে বিস্ফোরণ, চার পুলিশ নিহত

blast near mosque in Pakistan kills 4 policemen

আন্তর্জাতিক ডেস্ক- পাকিস্তানের কোয়েটায় তারাবির নামাজের সময় একটি মসজিদের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য নিহত ও ১১ জন আহত হয়েছেন।

সোমবার রাতে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানপ্রদেশের রাজধানী কোয়েটার স্যাটেলাইট টাউনে এ হামলার ঘটনা ঘটে।

কোয়েটা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রাজ্জাক চিমা জানিয়েছেন, মুসল্লিদের নিরাপত্তায় যোগ দিতে গিয়ে বোমা হামলায় র‌্যাপিড রেসপন্স গ্রুপের চার সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া আহতদের অনেকের অবস্থাও গুরুতর।

এর আগে গত শনিবার (১১ মে) বেলুচিস্তান প্রদেশে একটি পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীদের হামলায় আটজনের মৃত্যু হয়। যার মধ্যে পাকিস্তান নৌবাহিনীর এক সদস্যও রয়েছেন।

ওই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি। জঙ্গিগোষ্ঠীটি বলছে, চীনা বিনিয়োগে স্থানীয়দের খুব একটা লাভ হবে না। তাই বিদেশি বিনিয়োগকারীদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা।