মাঠ নিয়ে সমালোচনা করে পোস্ট দিয়েই ডিলিট করলেন নেইমার

স্পোর্টস ডেস্ক •

তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ব্রাজিল।

আগামী ৩ জুলাই নিল্তন সান্তোস স্টেডিয়ামে সেমির লড়াইয়ে চিলির বিপক্ষে খেলবে সেলেকাওরা।

আর সেই মাঠকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় মাতলেন ব্রাজিল ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার।

অথচ এই মাঠেই এবারের কোপায় গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে দুই জয় পেয়েছে ব্রাজিল। পেরুর বিপক্ষের ম্যাচে ৪-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন নেইমার।

তবুও নিজ দেশের এ মাঠ পছন্দ নয় নেইমারের।

নিজের ইনস্টাগ্রামে পুরোপুরি ন্যাড়া বা ঘাসহীন ধুসর একটি মাঠ আর সবুজ ঘাসে ছাওয়া ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামের ছবি দিয়ে নেইমার প্রশ্ন রেখেছেন, ব্রাজিল পরের ম্যাচ কোথায় খেলবে?

এমন পোস্টের কিছুক্ষণ পর অবশ্য বিপদ টের পেয়ে তা ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে নেইমারের পোস্ট দেখে ফেলে লাখ নেটিজেন।

কদিন আগেও ওই মাঠের সমালোচনা করেছিলেন নেইমার। পেরুর বিপক্ষে জয়ের পর ইনস্টাগ্রামে মাঠের সমালোচনা করে নেইমার লিখেছিলেন, নিল্তনের ‘সুন্দর’ মাঠে গতকাল গোল উদযাপন করেছি। দয়া করে মাঠটা ঠিক করুন।

এর আগে মাঠের সমালোচনা করে শাস্তি পেয়েছেন ব্রাজিল কোচ তিতে।

তিতে বলেছিলেন, নিল্তনের মাঠ খেলার জন্য খুবই বাজে যা খেলার সৌন্দর্যকে নষ্ট করেছে। মাঠের কারণেই বলের আকার নষ্ট হয়ে গিয়েছিল, যার প্রভাব পড়েছে খেলায়।

এমন মন্তব্যের পর তিতে শাস্তি পেলেও প্রথমবার পার পেয়ে যান নেইমার। এবার আয়োজক কনমেবল কী করেন এখন সেটাই দেখার বিষয়।

রিও দে জেনেইরোর এই মাঠে এবারের কোপা আমেরিকার মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

জানা গেছে, নিল্তনের মাঠের কাছেই অবস্থিত বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের মাঠ। ওই মাঠের অবস্থা আরও খারাপ। আর সেখানেই আগামী ১০ জুন কোপার ফাইনাল অনুষ্ঠিত হবে।

দুই বছর আগে ২০১৯ কোপা আমেরিকা হয়েছিল ব্রাজিলে। সেবারও মাঠ নিয়ে সমালোচনা হয়েছিল। বিশেষ করে পোর্তো আলেগ্রের আরেনা দো গ্রেমিওর মাঠ নিয়ে।