মাদক বিক্রেতাদের ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ডেস্ক রিপোর্ট – মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে দু’দল মাদকবিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সাজু (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

রোববার (৩ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে কাজীপুরের মুন্সিপাড়া স্লুইচগেট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও আনুমানিক ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

নিহত সাজু কাজীপুর গ্রামের পোস্ট অফিস পাড়ার বজলুর রহমানের ছেলে।

স্থানীয় পীরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অজয় দাশ বলেন, মুন্সিপাড়া স্লুইচগেট এলাকায় ‘গোলাগুলি’ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের একটি টিম উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বন্ধ করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা হয়।

সাজু এলাকার একজন শীর্ষ মাদকবিক্রেতা উল্লেখ করে অজয় দাশ বলেন, সাজুর বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বুকে ও শরীরের বিভিন্ন অংশে বেশ কয়েকটি গুলিবিদ্ধ রয়েছে।

মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।