মিয়ানমারে অকটেন পাচারকালে তিন পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফে মিয়ানমারে পাচারকালে ৩ হাজার ১৩৫ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয় তিন পাচারকারীকে। ২৪ মার্চ বেলা সাড়ে ৪ টার দিকে এই অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, র‌্যাব-১৫ জানতে পারে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন উত্তর শীলখালী এলাকার মৃত সৈয়দ করিমের বাড়িতে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ অকটেন মায়ানমারে পাচার করার উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে কতিপয় লোকজন পালানোর চেষ্টাকালে তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের ৫-৬ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।

পরে তাদের হেফাজতে থাকা সর্বমোট ৫৭টি ড্রামে ৩ হাজার ১৩৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৭৫৫০ টাকা।

আটক তিন পাচারকারী হলেন- টেকনাফ বাহারছড়া শীলখালী মাঝের পাড়ার মৃত ঠান্ডা মিয়ার পুত্র আলী আহমদ (৩৮), একই এলাকার মৃত মোজাহের মিয়ার পুত্র মো. নাজিম উল্লাহ (৩৭) ও মৃত সোনা আলীর পুত্র মো. হোছন (৪২)।

পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।