রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

এম.এইচ আরমান:


সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী যাথাযথ মর্যাদায় পালন করছে গোটা জাতী।

তাঁরই ধারাবাহিকতায় সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রামু উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারী।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, কোরআন তেলোয়াত ও মিলাদ মাহফিল, বিনামূল্যে চিকিৎসা সেবা বিভিন্ন কর্মসূচী পালনসহ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত জাতীয় শোক দিবস ও আলোচনা সভা রামু সাস্থ্য কমপ্লেক্সের কম্পিউটার অপারেটর দিপংকর বড়ুয়া দিমানের সঞ্চালনায়, আলী আকবরের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ডাঃ নোবেল কুমার বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবদুল্লাহ আল কাউসার, ডাঃ আবু নাসের ফায়েজ এসময় আরো উপস্থিত ছিলেন; রামু উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, স্বাস্হ্য কর্মী সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।