লবঙ্গের এতো গুণাগুণ জানলে চমকে যাবেন

আমাদের শরীরের খারাপ হলে বা ছোট খাটো কোন অসুখ হলে সেরে উঠার জন্য অনেকটা আমাদের রান্নাঘরে থাকা জিনিসই যথেষ্ট৷ কারণ, রান্নাঘরেই রয়েছে এমন ওষুধ যা সারিয়ে তুলতে পারে আমাদের ছোটোখাটো অসুখ৷ এর মধ্যে লবঙ্গ অন্যতম। একটা ছোট লবঙ্গের কারসাজি অনেক।

তো চলুন জেনে নেওয়া যাক লবঙ্গের গুণাগুণ সম্পর্কে:
সর্দি-কাশি: অনেক সময় আমাদের সর্দি,কাশি হয় আর তাতে আরাম পাওয়ার জন্য লবঙ্গ খাওয়া যেতে পারে। এছাড়াও লবঙ্গ খেলে কফ দূর হয়। নিঃশ্বাসে বাজে দুর্গন্ধও দূর হয়।

দাঁতে যন্ত্রণা: আমাদের প্রত্যেকেরই কমবেশি দাঁতের যন্ত্রণার অভিজ্ঞতা রয়েছে যে এটা কতটা অসহ্যকর। তাই দাঁতের যন্ত্রণায় লবঙ্গ চিবিয়ে খেলে যন্ত্রণা অনেকটা কমবে।

ফ্লু : ভাইরাস জ্বর অনেক অসহ্যকর আর তাতে একটু আরাম বোধ হওয়ার জন্য হালকা গরম জলে ১০ ফোঁটা লবঙ্গ তেল ও মধু মিশিয়ে খেয়ে নিন। ভাইরাস জ্বরে কাজে দেবে।

বমি বমি ভাব : লবঙ্গ মুখে রাখলে বা জলের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে খেলে আপনার বমি বমি ভাব দূর হবে।