সালমান ফারসী’র কবিতা ‘রজনী’

সালমান ফারসী শাহীন ◑

রজনী!
কেন তুমি এত নিষ্টুর?
সময়ে অসময়ে তোমার বুকে
জায়গা দিয়ে দাও সূর্যকে,
তুমি কি বুঝনা?
তার ঐ আলোতে আমি কত
কষ্ট পাই!
তার মাঝে পারিনা লুকোতে আমি
অশ্রু তাই।

দেখ…
সে আমার কষ্টে হাসে বলেই
তার চেহারায় কত আলো,
আর তুমি…
তুমি আমাকে নিয়ে কষ্টে বলেই
তোমার চেহারা থাকে কালো।

রজনী!
তুমি কি পারনা থাকতে
তোমার মত,
তোমাকেই তো দেখায় আমি
বুকে কষ্ট যত।

তবুও…
কেন তুমি হারিয়ে যাও
আমার কাছ থেকে,
একটুখানি তো বুঝ আমায়
আমার কষ্ট দেখে।

লেখকঃ- কবি ও প্রাবন্ধিক