হোয়াটসঅ্যাপে নিজ থেকে ডিলিট হবে মেসেজ, জানেন কীভাবে?

একটি নির্দিষ্ট সময়ের পর কথোপকথনের সব বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে হোয়াটসঅ্যাপ। এমন একটি ফিচার চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যার নাম ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’।

ডাব্লুবিটাআইএনফো-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ফিচারটি শুধু মাত্র গ্রুপ চ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য। এটি ‘গ্রুপ সেটিংস’ অপশনে পাওয়া যাবে।

সেটিং পদ্ধতি

সেটিং পদ্ধতি

ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। যখন সব অ্যাপে যুক্ত করা হবে তখন জানা যাবে, গ্রুপে মেসেজ কতক্ষণ থাকবে, তার সময়কাল নির্ধারণ করতে সক্ষম হবে গ্রুপ অ্যাডমিনরা। এখন পর্যন্ত মাত্র পাঁচ সেকেন্ড এবং এক ঘণ্টার সময়ের ব্যবধানগুলো দেখা যাচ্ছে। ফিচারটি সবার জন্য প্রকাশ করা হলে এর অধীনে হোয়াটসঅ্যাপ আরো নতুন ফিচার যুক্ত করতে পারে বলে জানা গেছে।

আরো জানা গেছে, হোয়াটসঅ্যাপ সম্প্রতি নাম পরিবর্তন করতে পারে। প্রতিষ্ঠানটি শিগগিরই এর বহুল প্রতীক্ষিত ডার্ক মোড ফিচারটি লঞ্চ করবে বলেও শোনা যাচ্ছে।