১০ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ডেস্ক রিপোর্ট- খুলনার নগরীর দৌলতপুর থানার কৃষি কলেজের পেছনে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ১০ মামলার আসামি মিরাজুল ইসলাম মিরাজ নিহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজুল ইসলাম মিরাজ ফুলবাড়িগেটের জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, রাতে সেনপাড়া এলাকা থেকে ১০ মামলার আসামি মিরাজকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা মালামাল উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় যাওয়া হয়। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, বন্দুকের ২ রাউন্ড গুলি, ২টি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভার, চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মিরাজের বিরুদ্ধে একটি মাদক মামলা ও চুরি-ডাকাতির ৯টি মামলা রয়েছে।