১০ রোহিঙ্গা টমটম চালককে পুলিশে দিলেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :


কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে টমটম, অটোরিকশা, মোটরসাইকেলসহ ১০ রোহিঙ্গা চালককে ধরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কাছে হস্তান্তর করলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

এসময় জব্দ করা অটোরিকশা ও মোটর সাইকেল শাহপুরী হাইওয়ে পুলিশের নিকট তুলে দেয়া হয়।

শনিবার ২৫ ডিসেম্বর দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। জানা যায়, উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের সামনে থেকে অবৈধভাবে রোহিঙ্গারা গাড়ি চালানোর অপরাধে তাদের আটক করা হয়।

এব্যাপারে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘সম্প্রতি পালংখালী ইউনিয়নের সর্বত্র অবাধে রোহিঙ্গা বিচরণ বন্ধ ও রোহিঙ্গা ড্রাইভারকে গাড়ি না দেওয়ার জন্য মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়।

শাহপুরী দ্বীপ হাইওয়ে পুলিশের সহকারী উপ -পুলিশ পরিদর্শক মতিউর বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান’র সহযোগিতায় অবৈধ অটোরিকশা ও মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হই। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।