১৮৬ বিদেশিকে ভোট পর্যবেক্ষণের অনুমোদন ইসির

ডেস্ক রিপোর্ট :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে ও পরে পর্যবেক্ষণ করার জন্য ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ১২৭ জন হলেন পর্যবেক্ষক আর ৫৯ জন সংবাদকর্মী।

ইসির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ইউরোপিয় ইউনিয়নের চারজন, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআইর ১২ জন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) ছয়জন, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের একজন, এসএনএএস আফ্রিকার দুইজন, মুসলিম কমিশন নেপালের দুইজন, যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসির একজন, আফ্রিকা হাউজ লন্ডনের দুইজন, বি স্ট্রাটেজিক পার্টনারের (ব্রিটিশ) একজন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অরগানাইজেশনের (জাপান) একজন, মুতাশ ক্রিয়েট রিসার্চের (জাপান) একজন, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) একজন, শ্রীলঙ্কার মেম্বার অব পার্লামেন্টের এক জন, অস্ট্রেলিয়ান এক রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরাম এর যুক্তরাষ্ট্রের এক নাগরিক।

এছাড়া জাপানের এক নাগরিক, মালদ্বীপের অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল লিং-এর তিনজন, ব্রিটিশ হাইকমিশন-ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অরগানাইজেশনের (থাইল্যান্ড) একজন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ডের একজন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কংগ্রেসের দুইজন, আমেনিকান গ্লোবাল স্ট্র্যাটিজিসের একজন, আমেরিকার একজন ব্যবসায়ী, অ্যাম্বাসি অব জাপানের ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালাইয়েন্সের ১২ জন, ব্রিটেনের পার্লামেন্টের দুইজন, ভারতের এক নাগরিক, এসএনএএস আফ্রিকার একজন, নেপাল সরকার ও বিভিন্ন দলের পাঁচ জন, নেপালের দীপেন্দ্র কন্ডেল ইনিশিয়েটিভের তিনজন, মালয়েশিয়ার বিশিষ্ট তিন জন, দি গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তিন আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেডের নরওয়ের একজন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটির একজন ইরাকি, একজন কানাডিয়ান নাগরিক ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির একজন পর্যবেক্ষণ করবেন।

৫৯ সাংবাদিকের মধ্যে রয়েছেন, আমেরিকার একজন, ইই্উ রিপোর্টার-একজন বিট্রিশ, জার্মানির জুঙ্গে ফ্রেইহেটর একজন, দি দিল্লি টেলিভিশন লিমিটেডের দুইজন, জাপানের দি ইয়োমিরি সিমবানের একজন, ভারতের আজকালের একজন, জাপানের কিওডু নিউজ’র একজন, ভারতের দি অ্যাসোসিয়েট প্রেসের তিনজন, ভারতের দি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার দুইজন, জার্মানির এআরডি জার্মান রেডিওর দুইজন ও ভারতের আনন্দবাজার পত্রিকার একজন।

 

জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকে (জাপান ব্রডকাস্টিং করপোরেশন) এর পাঁচজন, নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেডের একজন, ভারতের ডিএসটিভি দার্জিলিং-এর একজন, উত্তরবঙ্গ সংবাদ-এর একজন, দি টেলিগ্রাফের একজন, এএনআই’র একজন, এবিপি নিউজের দুইজন, আজকাল পা্বলিশার্স লিমিটেডের একজন, এবিপি নেটওয়ার্কের দুইজন, এএনএম নিউজ প্রাইভেট লিমিটেডের একজন ও জি মিডিয়ার দুইজন, বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) চারজন, এরাইজ নিউজের এক বিট্রিশ, ফ্রান্সের প্যারিস লা মন্ডের একজন; সুইডিশ রেডিওর একজন, এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) সাত জন, রয়টার্সের দুই ভারতীয়, আল জাজিরার এক ব্রিটিশ সাংবাদিক, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের একজন, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের দুই ভারতীয়, এআরডি জার্মান টিভির এক ভারতীয়, কলকাতার সংবাদ প্রতিদিনের একজন, দি ওয়াল কলকাতার একজন, ব্রিটিশ এক ফ্রিল্যান্সার ও বেলজিয়ান একজন সাংবাদিককে ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দেখতে ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। কেন্দ্রীয় ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয় ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০, ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে।