অটোরিকশা উল্টে প্রাণ গেলো দুই পুলিশ সদস্যের!

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুরের ভাঙ্গায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে চালকসহ আরও তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। আহতরা হলেন— কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন মিথোয়াইচিং মারমা ও অটোরিকশা চালকের নাম জানা যায়নি।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন পাঁচ পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত হয় চালকসহ আরও তিন পুলিশ সদস্য।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃষ্টিতে সড়কে ধুলো ও কাদায় সড়ক পিচ্ছিল হয়ে গিয়েছিল। হঠাৎ বিকট শব্দে শুনতে পাই, দেখতে পাই পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির একটি অটোরিকশা উল্টে যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকে পড়ে। এ ছাড়া সড়কে ছিটকে পড়েন একজন। ঘটনা স্থলেই দুজনের মৃত্যু হয়।

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ঘটনাস্থলেই দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আমাদের আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কা জনক।