উখিয়ায় পিবিজিএসআই’র দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

ইমরান আল মাহমুদ:
স্মার্ট বাংলাদেশের প্রধান হাতিয়ার হবে স্মার্ট শিক্ষাব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার গুরুত্ব অপরিসীম। সর্বপ্রথম সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগামী হতে যেসব চাহিদা রয়েছে সেগুলো পূরণ করতে হবে। শনিবার(৩ জুন) উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিশন(পিবিজিএসআই)’র কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।

উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিবিজিএসআই ও এসইডিপি’র সহকারী পরিচালক ড. নাজমিন আফরোজ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন ও উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ।

উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সভাপতি ও প্রধান শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দিনব্যাপী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ড. নাজমিন আফরোজ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম ও কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেওয়ানজী রূপনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রথম অধিবেশনে আরও বক্তব্য রাখেন রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্নিং বডি’র সভাপতি মো. শাহ আলম, ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল মনসুর চৌধুরী সহ প্রমুখ।

এসময় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দরা বলেন,” শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ালেখার গুণগত কতটুকু বৃদ্ধি পেয়েছে তা দৃশ্যমান হবে আপনাদের পারফর্মেন্সের উপর। প্রশিক্ষণের ম্যানুয়াল কপিতে যেসব লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ আছে সেগুলো ভালোভাবে চর্চা করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষাব্যবস্থা দ্রুত সম্প্রসারিত হবে। তাই অর্জিত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে।”

কর্মশালা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের৷ পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান মানিক, নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উত্তর বড়বিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ্দাম ও কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেওয়ানজী রূপন সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানানো হয়।