উখিয়ায় এনজিও কর্মী খুন: খুনির ফাঁসির দাবিতে মহাসড়কে মানববন্ধন

দিনাজপুর • কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় কর্মরত এনজিওকর্মী দিনাজপুরের মাজাহারুল ইসলাম মিলনের খুনিদের শাস্তি দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বীরগঞ্জবাসী। বীরগঞ্জ উপজেলার বিজয় চত্বর এলাকায় গতকাল ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে বীরগঞ্জ থানার সামনের মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন তারা।

মানববন্ধন চলাকালে দাবির সর্মথনে নিহত মাজাহারুল ইসলাম মিলনের ভাবি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি কান্না জড়িত কন্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কশন করে খুনি আলাউদ্দিন ও তার সহযোগিদের ফাঁসির দাবি জনান।

এসময় বীরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া সহ অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই নির্মম হত্যার সঙ্গে জড়িতদের যেন সর্বোচ্চ শাস্তি-ফাঁসি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, এনজিওকর্মী মাজাহারুল ইসলাম মিলন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আবদুস সাত্তারের ছেলে। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ায় তাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। কক্সবাজার হাসপাতালে ময়নাতদন্ত শেষে ২২ সেপ্টেম্বর রবিবার (আজ) তার লাশ বীরগঞ্জের নিজ বাড়িতে পৌঁছানোর কথা।