চকরিয়ায় পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ তারে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে পল্লীবিদ্যুতের ঝুকিপূর্ণ উন্মুক্ত তারে স্পৃষ্ট হয়ে তাসিম রুবাইয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সে লামা উপজেলার ফাঁসিয়াখালী কোরক পাতারঝিরি এলাকার নুরুল অামিন বাবুলের পুত্র। এ ঘটনায় ডুলাহাজারা পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (৭ আগস্ট) ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল ভিলেজার পাড়া শাহ রশিদিয়া হাফেজ খানায় শিশুটিকে ভর্তি করাতে এসে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা গেছে, শিশু তাসিম তার বড় ভাইয়ের সাথে ভিলেজার পাড়া এলাকার শাহ মজিদিয়া রশিদিয়া হাফেজ খানা মাদ্রাসায় ভর্তি হতে অাসছিল। লোকচক্ষুর অন্তরালে শিশুটি একপর্যায়ে অন্য শিশুদের সাথে মাদ্রাসার ছাদে উঠে। সেখানে ঝুকিপূর্ণ উন্মুক্ত অবস্থায় থাকা পল্লী বিদ্যুতের সার্ভিস তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে এ ঘটনায় পল্লীবিদ্যুৎ সংশ্লিষ্টদের অবহেলার কারণে সার্ভিস তারটি ঝুকিপূর্ণ ভাবে রাখা হয়েছে বলে অভিযোগ উঠে স্থানীয়দের মাঝে।

ইতিপূর্বে বিষয়টি নিয়ে তারা পল্লী বিদ্যুৎ অফিসে আবেদনের প্রেক্ষিতে অবগত করেন বলেও জানায় তারা। পরে উত্তেজিত জনতা ডুলাহাজারা পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করে। তাৎক্ষণিক এ খবর পেয়ে ইউপি চেয়ারম্যান নুরুল অামিন দ্রুত পল্লীবিদ্যুৎ অফিসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগটি দ্রুত অপসারণ করা হবে বলে উপস্থিত সকলকে প্রতিশ্রুতি দেন। এসময় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল এহেসান চৌধুরী, স্থানীয় ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ সোলাইমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ডুলাহাজারা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ সাহেদুল ইসলাম বলেন, তিনি সবেমাত্র নতুন এসেছেন। মাত্র এই দিনই ডুলাহাজারা শাখায় প্রথম অফিস করছেন। তবে তিনি দৃঢ়তার সাথে উপস্থিত জনতাকে আশ্বাস দেন পরবর্তী দুইদিনের মধ্যেই বিষয়টি সমাধান করবেন।

এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিদ্যুৎ তারে জড়িয়ে শিশুর মৃত্যুর বিষয়টি ইতিপূর্বে ডুলাহাজারার চেয়ারম্যান নুরুল অামিন অামাকে জানিয়েছেন।