চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে জরিমানা

 

রাজু দাশ, চকরিয়া ◑
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামজিক দূরত্ব বজায় রাখতে কক্সবাজার চকরিয়ায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোমবার (১ জুন) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে অভিযানে পৃথক ৪টি মামলায় ১১হাজার ৭০০ টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, চকরিয়ায় শর্ত অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা এবং বিভিন্ন অপ্রয়োজনীয় জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়। এ সময় পৌরসভা হালকাকারা, থানা সেন্টার, কাজিপাড়া, তরছগাটা, চিরিংগা কাচা বাজার, বাস টার্মিনালে অভিযান চালিয়ে ৪টি মামলায় ১১হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং একটি দোকান সিলগালা করা হয়েছে।

তিনি বলেন, করোনার প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে তাই সবাই নিজ নিজ গৃহে থাকুন এবং মাস্ক পরিধান ও নিরাপদ দুরত্ব বজায় রাখুন।