টাকা পাবা, জীবন পাবা না!

আলমগীর মাহমুদ

আবদুর রহমান বদি। নামের পরে যার আর কোন বিশেষন লাগানোর প্রয়োজন পড়ে না। স্বনামে যিনি ধন্য, চেনা-জানা, ভালবাসার মানুষ।

অদ্য উখিয়া কলেজে গভর্ণিং বডির মিটিং এ যোগদানের আগে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য পড়ুয়ারা রোহিঙ্গা ক্যাম্পের এন.জিও’র চাকরিতে গেলে ভবিষ্যৎ ফলাফল কি? সংক্ষেপে তিন কথায় তুলে ধরেন…

যারা ভাবার মানুষ, যারা বুঝার মানুষ তাদের জন্যই ভবিতব্য.. বলে কথা শেষ করেন।

উনার এই তিন উপদেশ কক্সবাজারবাসীর সমাজ বাস্তবতায় অমূল্য উপহার ভেবেই…

১. এনজিওতে চাকরীতে টাকা পাবা সম্মান পাবা না।
২. টাকা পাবা জীবন পাবা না।
৩. টাকা পাবা মানুষ হবা না।

উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, অধ্যক্ষ মিলন বড়ুয়া।

উখিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মকবুল হোসেন মিথুন।কলেজ ছাত্রলীগ সভাপতি টিপু। কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীবৃন্দ।

লেখক: বিভাগীয় প্রধান (সমাজ বিজ্ঞান বিভাগ)
উখিয়া কলেজ কক্সবাজার।

ইমেইল – alamgir83cox@gmail.com