টেকনাফে র‍্যাবের অভিযানে কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা হ্নীলা উলুচামারী এলাকায় এক ইয়াবা কারবারীর বসত-বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ মিজান নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

তথ্য সূত্রে জানা যায়,র‌্যাব-১৫ (সিপিসি-১) এর একটি চৌকষ দল ইয়াবা চালান মজুদ ও লেনদেন করার গোপন সংবাদ পেয়ে ৬ নভেম্বর ভোর রাত ৫টার দিকে টেকনাফ হ্নীলা উলুচামারী কোরবান আলীর বসত-বাড়িতে অভিযান পরিচালনা করে কোনার পাড়া জাহেদ হোছনের পুত্র মাদক পাচারে জড়িত মোঃ মিজানুর রহমান (২২) কে আটক করতে সক্ষম হয়। এরপর আটক মাদক কারবারীর স্বীকারোক্তি অনুযায়ী তার বসত-বাড়ি থেকে কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সহকারী (মিডিয়া) পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।