নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করা সেই চেয়ারম্যান বরখাস্ত

অনলাইন ডেস্ক •

কুড়িগ্রামের উলিপুরে জন্ম তারিখ পরিবর্তন করে নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচিত হওয়া বুড়াবুড়ি ইউনিয়নের সেই চেয়ারমান সাময়িক বরখাস্ত হয়েছেন।
মঙ্গলবার এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুরের ইউএনও নূর-এ-জান্নাত।

জানা গেছে, ১ নভেম্বর জন্ম সনদ জালিয়াতির মাধ্যমে বুড়াবুড়ি ইউনিয়নের নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে বিয়ে করেন ৪৫ বছর বয়সী চেয়ারম্যান আবু তালেব সরকার। গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে তদন্ত করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদন পাঠান ইউএনও। পরে প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ঘটনার সত্যতা পাওয়ায় চেয়ারম্যান আবু তালেবকে সাময়িক বরখাস্ত করা হয়।