টেকনাফ বনকর্তার দায়িত্বে চরম অবহেলা: এখনো উদ্ধার হয়নি দুই হাতি

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফ বন বিভাগে কর্মরত কর্তার দায়িত্বে অবহেলা কারনে গত তিন দিন আগে নাফনদীর উপকুলে ছোটাছুটি করা সেই দুই হাতিকে এখনো বনে ফেরাতে পারেনি ঐ কর্মকর্তা।

হাতি দুটি এখন শাহপরীরদ্বীপ নাফনদীর কিনারায় পেটের ক্ষুধার জ্বালায় এদিক ওদিক ছুটাছুটি করছে। খাদ্যের অভাবে মারাত্বক দূর্বল হয়ে দ্বীপের ঘোলার চর এলাকায় অবস্থান করছে। এ দুটি হাতিকে দ্রুত উদ্ধার করা না গেলে যে কোন সময় তারা মারা যেতে পারে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে জানাযায়,
গত ২৫ জুন (শুক্রবার) ভোরে হাতি দুটি টেকনাফ নেটং পাহাড় থেকে নেমে পৌরসভার জালিয়াপাড়া এলাকায় নাফ নদীর প্যারাবনে এদিক ওদিক ছুটাছুটি করছিল।
এরপর খবর পেয়ে বনবিভাগ ও এলিপ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা একদিন পর শনিবার সন্ধায় হাতি দুটিকে বনের অভ্যন্তরে ঢুকিয়ে দিয়েছিল বলে সংবাদ কর্মীদের কাছে সত্যতা নিশ্চিত করে।

সেদিন বন কর্তা তার বক্তব্যে গণমাধ্যম কর্মিদের জানিয়েছিলেন হাতি দুটি নাফনদী সাঁতরিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে।

এদিকে শাহপরীর দ্বীপের ঘোলার চরের কয়েক জন জেলে জানিয়েছেন, হাতি দুটি খাদ্যের অভাবে ক্রমশ দূর্বল হয়ে যাচ্ছে।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আশিক আহমেদ জানান, হাতি দুটিকে দ্বীপের ঘোলার চর থেকে মেরিন ড্রাইভের দিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

এ সংক্রান্ত বিষয় নিয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪২৬) লিপিবদ্ধ করেছেন বলেও জানান তিনি।